শারদীয় দূর্গাৎসব উপলক্ষে নওগাঁ সদর থানা পুলিশের উদ্যোগে দরিদ্র মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ
সুলতানুল আলম মিলন 💢 নওগাঁ প্রতিনিধি
-
Update Time :
শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
-
১৭৫
Time View

শারদীয় দূর্গাৎসব উপলক্ষে নওগাঁ সদর থানা পুলিশের উদ্যোগে দরিদ্র মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ
নওগাঁয় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা পুলিশের উদ্যোগে অসহায় হিন্দু পরিবারের মধ্যে নতুন শাড়ি বিতরণ করা হয়েছে।শুক্রবার বেলা ১১ টায় নওগাঁ সদর মডেল থানা চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাড়ি বিতরণ করেন নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান নওগাঁ সদর মডেল থানার অফিসার্স ইনচার্জ ফয়সাল বিন আহসান, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন, সাধারণ সম্পাদক শফিক ছোট, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ হোসেন মুরাদ, বিশিষ্ট ব্যবসায়ী দীপক কুমার দেব, রোটারিয়ান চন্দন দেব প্রমূখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্থানীয় পাঁচ শতাধিক নারী পুরুষের মাঝে নতুন শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোঃ গাজিউর রহমান জানান, প্রতিটি ধর্মীয় অনুষ্ঠানেই পুলিশ সাধ্যমত সমাজে অপেক্ষাকৃত পিছিয়ে পড়া মানুষকে উপহার প্রদান করে। সেই ধারাবাহিকতায় দূর্গা পূজা উপলক্ষে এবারো জেলা জুড়ে এই কর্মসূচী গ্রহন করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
More News Of This Category